টানা মহামারির সঙ্গে এক নির্দয় যুদ্ধ নিয়ে বিষণ্ন দুনিয়া। সইতে হচ্ছে জলবায়ু বিপর্যয়ের আঘাত। প্রতিটি পণ্যের দাম প্রতিদিন ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে। নয়া উদারবাদী এই করপোরেট বাজারকে প্রশ্ন করার কেউ নেই। এরই মাঝে অনাহার আর দুর্ভিক্ষের অশনিসংকেত ভাসছে চারধারে। একটিই সমাধান- নিরাপদ…